মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়া জেলার শেরপুরে
‘মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধুলায় অংশগ্রহনে উৎসাহিত করতে খেলাধুলায় উঠুন মেতে’ মাদক মুক্ত সমাজ পেতে এই স্লোগানে অনুষ্ঠিতব্য (সিজন)শেরপুর ফুটবল ফাইনাল টুর্নামেন্ট ২০২৪ইং অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে শেরপুর ফুটবল টুর্নামেন্ট -২০২৪ (সিজন- ১) ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি গতকাল শুক্রবার (১০ মার্চ) বিকাল ৪ টায় শেরপুর সরকারি ডি জে মডেল হাইস্কুল খেলার মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে বগুড়ার শাজাহানপুর উপজেলার মুকুল ফুটবল একাডেমি ও শেরপুর ফুটবল একাডেমি। খেলায় ট্রাইবেকারে শেরপুর ফুটবল একাডেমি ৫-৪ গোলে জয়লাভ করে।এই খেলায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জনাব,আলহাজ্ব মোঃ মজিবর রহমান মজনু বগুড়া জেলা আওয়ামী লীগ সম্মানিত অতিথি হিসাবে ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ সুমন জিহাদী। বিশেষ অতিথি হিসাছিলেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক ও শেরপুর দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌস। আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রথম আলো পত্রিকা শেরপুর থানা প্রতিনিধি সবুজ চৌধুরী।
আয়োজনে উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতি সহযোগিতায় ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা।