মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জ থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে নারীসহ ৫ ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেপ্তার করেছে। বুধবার (৬ মার্চ) সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খানের বিপিএম (সেবা), পিপিএম(বার), সার্বিক দিক নির্দেশনায় মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন এর তত্ত্বাবধায়নে এসআই মোঃ বাবলু মিয়া, এসআই মোক্তার হোসেন, এএসআই আলী আকবর খন্দকার ও এএসআই শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে। এ সময় ওয়ারেন্ট ভুক্ত আসামী উকিয়ারা গ্রামের সাইফুলের স্ত্রী রুমা, দেড়গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আসাদ আলী, আউট পাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আব্দুর রাজ্জাক, জয়রা গ্রামের পলাশ মিয়ার স্ত্রী রিয়া আক্তার রিমা ও ডাক্তার তাহমিনা আক্তারের ভাড়াটিয়া মুনসের আলীর পুত্র পলাশ মিয়াঁকে গ্রেফতার করা হয়।
মানিকগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো: হাবিল হোসেন জানান, মাদকসহ বিভিন্ন মামলায় ওয়ারেন্ট ভুক্ত ৫ আসামিকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।