আব্দুল জাহির মিয়া চুনারঘাট প্রতিনিধি ঃচুনারুঘাট চন্ডী চা বাগানে ১০কেজি গাঁজা সহ একজন আটক করেছে চুনারুঘাট থানা পুলিশ। ৫ই মার্চ সকালে এস আই অজিত তালুকদারের নেতৃত্বে এএসআই সুবির কুমার দেব সহ একদল পুলিশ চন্ডী চা বাগান ফ্যাক্টরির সামনে চন্ডী হইতে আমু চা বাগান গামী পাকা রাস্তার উপর গাজাঁ বহন কারী মোটরসাইকেল এর পিছনের সিটের সহিত বাধাঁ একটি প্লাস্টিকের দ্বারা মোড়ানো ১০ টি নীল পলিথিনের প্যাকেটে গাঁজা সহ মোটরসাইকেল আটক।কৃত যুবক চিমটিবি খাস গ্রামের আঃ সাত্তার কনা মিয়া ছেলে আঃ হান্নান( ৩৮পুলিশ বাদী হয়ে এজাহার দায়ের করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com