শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি :-খুলনার পাইকগাছায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা ও সমাজ সেবক শেখ আমজাদুর রহমানের ৪২তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। স্বর্গীয় রায় সাহেবের আধুনিক বিনোদগঞ্জ প্রতিষ্ঠার অসমাপ্ত কাজ করেছেন আমজাদুর রহমান। জনকল্যাণে তৈরী করেছেন একাধিক প্রতিষ্ঠান। এর মধ্যে অন্যতম বিদ্যাপীঠ কপিলমুনি মেহেরুন্নেচ্ছা বালিকা উচ্চ বিদ্যালয়। ১৯৮২ সালে ৩রা মার্চ তিনি মৃত্যুবরণ করেন।দিনটিকে স্মরণ রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে শেখ আমজাদুর রহমান সম্পর্কে জানাতে প্রতি বছরের ন্যায় সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক রহিমা আখতার শম্পার সভাপতিত্বে,শিক্ষক জালাল উদ্দীনের সঞ্চালনায় আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎসাহী সদস্য আফছা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সহ-অধ্যাপক আঃ রশিদ, অনির্বাণ লাইব্রেরীর সাধারণ সম্পাদক প্রভাত দেবনাথ,দেলোয়ার হোসেন আঙ্গুর,ডালিয়া সুলতানা,আবু তালেব, পলাশ কর্মকার,মোড়ল নাজিম উদ্দীন,খলিলুর রহমান,শেখ ইফতেখার আল মামুন সহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মী,বিদ্যালয়ের শিক্ষক,পরিচালনা পরিষদের সদস্য,অবিভাবকবৃন্দ, ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।