এম মনিরুজ্জামান, পাবনা: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তারাবাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পাবনার সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের প্রাণ কেন্দ্র তারাবাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের কার্যনির্বাহী কমিটির প্রস্তুতি মুলক সভা অনুষ্ঠিত হয়। ঈদগাহ ময়দানের কার্যনির্বাহী কমিটির সভাপতি চরতারাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিউর রহমান বন্দেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খানের সঞ্চালনায় বক্তব্য দেন, মকবুল হোসেন বেগু। ঈদগাহ ময়দানের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন, কোষাধ্যক্ষ হারেজ আলী।এ সময় উপস্থিত ছিলেন, খলিলুর রহমান খান, আতাহার আলী বিশ্বাস, আব্দুল কাদের খান, ইকবাল হোসেন প্রামানিক, আব্দুস সালাম ও এম মনিরুজ্জামান প্রমুখ। সভাপতি মতিউর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক খান ঈদগাহ ময়দানের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।