জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
২১ শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চিত্রাংকন, কবিতা আবৃতি, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা আলোচনা সভা এবং পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পাঁচবিবি শিক্ষার্থী সমিতির আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী সমিতির সভাপতি রেজাউল হাসানের সভাপতিত্বে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক ও গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রবীণ সাংবাদিক আমিনুল হক বাবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সরকারী কলেজের সাবেক সহযোগী অধ্যাপক পরিতোষ চন্দ্র ঘোষ, শিক্ষার্থী সমিতির উপদেষ্টা ডঃ আজমল হোসেন পাঁচবিবি উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন।
শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি মেহেদী হাসান শিক্ষার্থী সমিতির সাধারণ সম্পাদক মীর সাজিদ হাসান
সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।