স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে,গতকাল র্যাবের এক অভিযানে একটি নকল স্বর্ণের গনেশ মূর্তিসহ দুই প্রতারককে গ্রেফতার করেছে। বুধবার রাত ১০টার সময় দুপচাঁচিয়া উপজেলার পাঁচপীর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে সোনালী রংয়ের সোনা সদৃশ গনেশ অবয়বকৃত মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারকদ্বয়,দুপচাঁচিয়া উপজেলার তালুচ পূর্ব পাড়া গ্রামের মৃতঃ মোকছেদ আলী প্রামাণিকের ছেলে হেলাল উদ্দীন প্রামাণিক (৫০) এবং একই উপজেলার ছাতনি গ্রামের সিরাজ উদ্দীন প্রামাণিকের ছেলে জামাল উদ্দীন প্রামাণিক (৫৩)। র্যাব সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে,দুপচাঁচিয়া উপজেলায় নকল সোনার মূর্তি কেনা-বেচার জন্য দুই ব্যক্তি অবস্থান করছে। তখন র্যাবের একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে পাঁচপীর এলাকা থেকে ওই দুই জন ব্যক্তিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে বিশেষ কায়দায় টিস্যু দিয়ে মোড়ানো নকল একটি স্বর্ণের গণেশ মূর্তি উদ্ধার করে। এবিষয়ে র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং বলেন যে,আসামীদ্বয়ের নামে এর আগেও দুপচাঁচিয়া থানায় একটি প্রতারণার মামলা চলমান আছে। নকল স্বর্ণের মূর্তিসহ গ্রেফতারের পর যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।