মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া
বগুড়ার শেরপর উপজেলার দড়িমুকুন্দ বধ্যভূমির পুননির্মাণ কাজ পরিদর্শন ও শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন সহ মির্জাপুরের আয়রা আশ্রয়ন প্রকল্পে কাজের অগ্রগতী পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম । বুধবার (২৮ ফেব্রæয়ারি) বিকাল সাড়ে ৫টায় বধ্যভূমি, আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি। এসময় আর্ত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও শিশুদের মেধা বিকাশ উপযোগী খেলনা বিতরণ করা হয়।
শেরপুর উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী’র সভাপতিত্বে উপজেলার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জামাল সিরাজি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম রেজাউল করিম, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ।