নিজস্ব প্রতিবেদকঃ মোঃ শিপন মিয়া
ট্রাক ড্রাইভার গাড়ী সহ ২৪ দিন নিখোঁজের পরেও এখনো ড্রাইভারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিখুঁজের ৭ দিন পরে
ট্রাক টি পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেলে জনতা সোনারগাঁ থানায় খবর দেওয়ার পর।
পুলিশ এসে ট্রাক টি উদ্ধার করে থানায় নিয়ে যান। গাড়ীর নাম্বার ঢাকা মেট্রো উ ১৪৩২১৩
এ পর্যন্ত ড্রাইভারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের লোকজন এ বিষয়ে অনেক খোঁজাখুঁজি করছেন এ পর্যন্ত তার কোন খোঁজখবর পাচ্ছে না।
তিনি রহিম স্টিল মিলে চাকরি করতেন।
রহিম স্টিল মিল থেকে আশুলিয়া উদ্দেশ্যে যাচ্ছিলেন।
কখন কিভাবে ট্রাক সহ ড্রাইভার নিখোঁজ হয়েছেন এ বিষয়ে পরিবারের লোক কিছু বলতে পারছে না।
ড্রাইভারের কোম্পানি থেকে এ বিষয়ে মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে গেলে কোম্পানির মামলা থাকার কারণে পুলিশ কোন মামলা নেননি। মোঃ রফিকুল ইসলাম রফিক প্রাং পিতা মোঃ নাজিমউদ্দীন প্রাং গ্রাম চর দুর্গাপুর ইউনিয়ন ঢালার চার থানা আমিনপুর উপজেলা বেড়া জেলা পাবনা
পরিবারের মোবাইল নাম্বার ০১৩২৯৩৭০৭১১।