লাবলু বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধি
মেট্রোরেলে নারী কণ্ঠে ভয়েস দেয়া মেয়েটি কে জানেন?
তিনি আর কেউ না, বাংলাদেশের মেয়ে কিমিয়া অরিন, তিনি বাংলাদেশ টেলিভিশনে নয় বছর ইংরেজি পাঠিকা হিসেবে চাকরি করেছিলেন।
বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন, কানাডায় তিনি লেখাপড়া করছেন।
আগামী বছরের শেষ হবে। উক্ত মেয়ে টি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি বাংলাদেশ টেলিভিশনে ইংরেজি রিপোর্টার হিসেবে চাকুরি করতেন।
একদিন এক রিপোর্টার তাকে মেট্রো রেলে ভয়েস দেওয়ার অফার করেন, এবং সিভি জমা দিতে বললে। এরপর তিনি youtube চ্যানেলে পরীক্ষামূলকভাবে তার ভয়েস রেকর্ডিং করে কর্তৃপক্ষের কাছে জমা দেন , চুলচেরা বিশ্লেষণ করে তাঁর ভয়েস রেকর্ডিং টি সিলেকশন করা হয়।
মেট্রোরেল উদ্বোধনের আগে তার ভয়েস রেকর্ডিং সম্পূর্ণ করা হয়।
আমরা যখন মেট্রোরেলে চলাচল করি তখন তার ভয়েস প্রতিটি স্টেশনে আশা যাওয়া ও পরবর্তী গন্তব্য স্থানে কোন সাইডে দরজার খোলা হবে, সেটি তিনি নিখুঁতভাবে ভয়েসের মাধ্যমে প্রচার করেন।
তিনি যখন তার ভয়েস রেকর্ডিং নিজ কানে শোনেন তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে পড়েন।
তার পরিবারে রয়েছেন স্বামী ও ছোট ভাই।
এই মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রতিদিন প্রায় ২ লক্ষ ৭০ হাজার যাত্রী চলাচল করেন।
স্বপ্নের মেট্রো রেল উদ্বোধন করা হয় ২০২২ সালের ১৯ শে ডিসেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
উত্তরা থেকে কমলাপুর মেট্রো রেলস্টেশন এর দৈর্ঘ্য ২১. ৩০ কিলোমিটার, বর্তমানে এই মেট্রোরেলটি উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছেন, কমলাপুর রেল স্টেশনের কাজ সম্পন্ন হলে, উত্তরা থেকে কমলাপুর রেল স্টেশনে স্বপ্নের মেট্রোরেলটি ৪০ মিনিটে পৌঁছাবে।
আশা করছেন রাজধানী বাসি ঢাকার যানজট অনেকটাই মুক্ত হবে। এবং অল্প সময়ে খুব দ্রুত জনসাধারণ তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন