হারুন অর রশিদ
স্টাফ রিপোর্টার।
২৫/২/২০২৪.
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩,
জয়পুরহাট এর চৌকস আভিযানিক দল ২৪/২/ ২০২৪ ইং তারিখ
৪.৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন হরিপুর এলাকা হতে ২০
পিচ ট্যাপান্টাডলসহ মাদক কারবারী
মোঃ তারেক ইসলাম (২০), পিতা-
মোঃ আনোয়ার হোসেন,
মোঃ সায়েদ হোসেন (২০), পিতা-মোঃ
মিন্টু হোসেন, উভয়ের সাং-বড়মাঝিপাড়া, থানা ও জেলা-জয়পুরহাটের আসামী দ্বয়কে
গ্রেফতার করা হয়।
পলাতক আসামী মানিক একজন চিহ্নিত মাদক কারবারী। সে
সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে তারেক ও সায়েদ এর
মাধ্যমে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি
করতো।
এই সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর
গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ২৪-২-২০২৪ ইং
তারিখে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত আসামীদের কে মাদক ক্রয়-বিক্রয়ের
সময় জয়পুরহাট জেলার সদর থানাধীন হরিপুর এলাকা থেকে র্যাব-৫,
সিপিসি-৩ এর আভিযানিক দল তারেক ও সায়েদ কে আটক করে এবং
মানিক কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে সাক্ষীদের উপস্থিতিতে ধৃতআসামীদেরকে তল্লাশি করলে তাদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২০
পিচ ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে
জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।