ঢাকাThursday , 22 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ব্রাহ্মণবাড়িয়ার সরকারি হাসপাতাল খালি করে বনভোজনে ৩৫ চিকিৎসক

    admin
    February 22, 2024 12:45 pm
    Link Copied!

    প্রতিনিধি: মোঃ সাইদুর রহমান অনিক
    প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৩৩

    ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ ওয়াহীদুজ্জামানের মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই পরিবার-পরিজন নিয়ে বনভোজনে গেলেন জেলার ৩৫ চিকিৎসক।

    তাদের মধ্যে কমপক্ষে ২৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক।

    জানা গেছে, গত ১৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ওয়াহিদুজ্জামান কর্তব্যরত অবস্থায় মারা যান।

    তার মৃত্যুর ৪৮ ঘণ্টা না পেরুতেই শোকাবহ পরিবেশের মধ্যেই ২৫ সদস্যের চিকিৎসকদের একটি দল তাদের স্বজনদের নিয়ে গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্টে’ বনভোজনের উদ্দেশে রওয়ানা দেন। বিকেলে তাদের সঙ্গে যোগ দেন আরও ১০ জন চিকিৎসক ও তাদের পরিবার।

    সব মিলিয়ে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস রিসোর্ট’ এ প্রায় ২০০ লোকের বনভোজন করেন চিকিৎসকেরা।

    নাম প্রকাশ না করার শর্তে দ্য প্যালেস রিসোর্টের সুপারভাইজার আজকের পত্রিকাকে বলেন, ‘৩ বেলা খাবারসহ রিসোর্টের ১ দিনে প্রতি জনের ভাড়া ২১ হাজার টাকা। বুকিং দিতে হবে আগেই। ব্রাহ্মণবাড়িয়ার চিকিৎসকদের বনভোজনের জন্য বেশ কিছু রুম বরাদ্দ নেওয়া হয়েছিল।’

    ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি স্বীকার করে বলেন, কয়েকজন চিকিৎসক বনভোজনে গিয়েছিলেন। কিন্তু চিকিৎসা সেবার কোনো সমস্যা হয়নি।’

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST