স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে,গতকাল বুধবার শাজাহানপুর উপজেলায় মহাসড়কে পন্যবাহী ট্রাক থামিয়ে চাঁদা আদায় করার সময় তিন ব্যক্তিকে র্যাব-১২ বগুড়া গতকাল রাত ৮টার সময় উপজেলার সুজাবাদ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেছে। এসময় চাঁদা আদায়ের ০২টি রশিদ বই,৬টি রশিদ এবং ১টি টর্চ লাইট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা লতিফপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে হযরত আলী (৪৪),বেতগাড়ী দক্ষিণপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও বেতগাড়ী বটতলা এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে শাজাহান আলী (৫২)। র্যাব সূত্রে জানা যায়,শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের সুজাবাদ গ্রামের তামিম এগ্রো কেয়ার ফিডের সামনে কিছু ব্যক্তি জনসাধারণকে ভয়-ভীতি দেখিয়ে বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করছে। এই গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার সময় র্যাবের একটি চৌকস টহল দল অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। এবিষয়ে বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এতথ্য নিশ্চিত করেন এবং জানায় যে,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা রশিদ দিয়ে ট্রাকের ড্রাইভারের কাছ থেকে টাকা আদায়ের কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।