আলমগীর হোসেন
(মাদারীপুর প্রতিনিধি)
আজ ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন বলে মনে করা হয়।
এই মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে,মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, শিবচর উপজেলা বিএনপির পক্ষ থেকে,জননেতা জনাব ইয়াজ্জেম হোসেন রোমানের নির্দেশনায় পুষ্পস্তবক অর্পণ ও গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
অমর একুশে ফেব্রুয়ারির ভোর ৭টা ৩০ মিনিটে শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নে চান্দেরচর বাজারের শহীদ মিনারে ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে শিবচর উপজেলা বিএনপির নেতা জনাব লিটন শিকদারের পরিচালনায় প্রভাতফেরী ও পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নিরবতা পালন করেন শিবচর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
উল্লেখ্য,২১ শে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে একটি অমলিন দিন। ১৯৫২ সলের ২১ শে ফেব্রুয়ারির ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই দিনটি শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এই দিনে মাতৃভাষা বাংলার দাবিতে অনেক তরুণরা আন্দোলন চালিয়ে যান। ঠিক সেই সময় তাদের মিছিলে পাকিস্তানি সেনাবাহিনীরা তাদের আন্দোলনে বর্বর হত্যাকাণ্ড চালানো হয়।কিন্তু সর্বশেষ পাকিস্তান সরকার বাংলাদেশের রাষ্ট্রভাষাকে বাংলা করতে বাধ্য হয়। তাই সর্বশেষ মহান এই দিনটিকে ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদান করা হয়। প্রতিবছর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়ে থাকে। এটিকে শহীদ দিবস নামেও পালন করা হয়ে থাকে। ভাষা শহীদদের স্মরণে এবং তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হয়।