পাবনা প্রতিনিধি
পাবনার সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ে মহান শহীদ দিবস’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে’ ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) বিদ্যালয় প্রাঙ্গনে শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবে দাঁড়িয়ে থাকা, অমর একুশের কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ এ সময় মাইকে বাজানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জালালপুর মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহিন আক্তার, সাবেক প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন, মোঃ মান্নান, ওহিদুল ইসলাম, লিটন হোসেন, খাইরুজ্জামান, জুয়েল হোসেন, ক্রিয়া শিক্ষক শ্রী শ্রী বিবেকানন্দ রায় ও শিক্ষিকা জুথিকা পারভীন সেলিনা পারভীন, হাসিনা খাতুন এবং কৃষক লীগের পাবনা জেলা কমিটির সভাপতি আলহাজ্ব শহীদুর রহমান শহীদ ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ফজল মন্ডল, তরুণ সমাজ সেবক মোঃ জিন্নাহ মন্ডল, শামসুল হক ( কালু মন্ডল), আব্দুর শুকুর, বাশার মেম্বর, আকুল সরদার, এশিয়ান টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি মোঃ ফজলুল হক সহ অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।