আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর উপজেলা ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন জয়নাল আবেদীন হাওলাদার নামে এক ব্যাক্তির জমি জবর দখল করে,তিনি এলাকার মৃত রহিম উদ্দিন এর ছেলে। পরিবারের সম্পত্তি জোরপূর্বক দখল করে লোকমান মাঝি,মৃত হাসমত আলীর ছেলে। প্রায় ২০ বছর ভোগ করে। ঘটনাটি ঘটে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ২নং ওয়ার্ড আখন বাজার নামক স্থানে।
এঘটনায় মামলা করেন ভোক্তভোগী।সেই মামলা দীর্ঘ ২০ বছর চলে। সর্বশেষ রায় দেয় আদালত তার জয়নাল আবেদীন এর পক্ষে। আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষরা প্রাচীর নির্মাণ করছে। এ সুযোগে স্থানীয় তারা ভুয়া কাগজপত্র সৃষ্টি করে ওই সম্পত্তি জবরদখল করছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর পরিবারের পক্ষ থেকে জয়নাল আবেদীন বাদী হয়ে লক্ষীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি দেওয়ানী মামলা করেন।
বিচারক শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয়পক্ষকে স্থিতি অবস্থায় বজায় রাখার নির্দেশ দেন। সিনিয়র জজ আদালত থেকে আইনগত বিজ্ঞপ্তি একটি সাইনবোর্ড ওই জমিতে লাগিয়ে দেন। আদালত নিষেধাজ্ঞা থাকা অবস্থায় প্রতিপক্ষ ভবন নির্মাণ করে। দীর্ঘ ২০ বছর পর মামলা চলার পর রায় আসে এবং জেলা প্রশাসন এ নেতৃত্বে ঘটনাস্থানে ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে বিল্ডিং ঘর ভেঙ্গে দেয়। উদ্ধার করা হয় জয়নাল আবেদীন এর ২০ বছর আগে দখল হয়ে যাও জমি। আদালতের প্রতি সন্তুষ্ট জানিয়েছে জয়নাল আবদিনের পরিবার।