মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন
যশোর জেলা প্রতিনিধি দৈনিক আমার দেশ প্রতিদিন
যশোরে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। আজ সকালে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টার কেন্দ্রীয় প্রেসিডেন্ট এ্যাড. শুভাশীষ সমদ্দার, সংগঠনের যশোর জেলা কমিটির সভাপতি ও জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, সাধারণ সম্পাদক অনুব্রত সাহা মিঠুন সহ জেলা কমিটির নেতা এম আর খান রকি, সোহেল হাসান সবুজ, সাইদুল ইসলাম সোহাগ, মো: হেলাল, বিদ্যুৎ কুমার বাপি, নারায়ণগঞ্জ জেলা সভাপতি পারভেজ ব্যাপারী উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি জানানোর পর কেন্দ্রীয় প্রেসিডেন্ট শুভাশীষ সমদ্দার জেলা কমিটির নেতাকর্মীদের মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আহবান জানান। তিনি আরও বলেন ভারত বাংলাদেশ দুই দেশের মানুষের মধ্যে এখন ভাতৃত্ব বন্ধন আগের থেকে দৃঢ় হয়েছে। আমরা একই অঞ্চলে বাস করি। সামনের দিকে এগিয়ে যেতে হলে এক সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ।