লাবলু বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ঈশ্বরদীতে প্রায় দীর্ঘ দেড় বছর ধরে আমবাগান পুলিশ ফাঁড়িতে চলাফেরা করতেন এই ভূয়া পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযানের সময় পুলিশ ফাঁড়ির সদস্যদের সঙ্গে উক্ত এই ভূয়া পুলিশকে দেখা যায়। এবং আমবাগান ফাঁড়িতেই প্রতিদিন চলাচল করতেন এলাকা বাসীর সূত্রে জানা যায়, এই ভূয়া পুলিশকে আটকের পর জানা গেল তিনি একজন ভূয়া পুলিশ। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ঈশ্বরদী আমবাগান ফেরদৌস কলোনী এলাকার পুলিশ ফাঁড়িতে। পুলিশের পোশাক পরিহিত অবস্থায় গ্রেফতার হওয়া এই যুবক মোঃ শেহ জান হোসেন, পিতা মোঃ হাফিজুর রহমান ছেলে পাবনার আটঘরিয়ার কঢ়ুয়ারামপুর গ্রাম। গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে ঈশ্বরদী উপজেলা শহরের বকুলের মোড় ভাটাপাড়াস্থ জিন্নাহ আলীর বাসার সামনে থেকে পুলিশের ইউনিফর্ম পরিহিত অবস্থায় এই ভূয়া পুলিশকে গ্রেফতার করা হয়। ঈশ্বরদী থানার তদন্ত অফিসার মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
ভুয়া পুলিশের পোশাক পড়ে দুপুরে শহরের ভাটাপাড়াস্থ রাশিয়ানদের বসবাসকৃত বাসার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। জেলা গোয়েন্দা পুলিশের এসআই জাহাঙ্গীর আলম জানান, ভুয়া পুলিশ শেহজান ঘটনার সময় রাশিয়ানদের বাসার নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিকট নিজেকে ২০২৩ সালের ২৩ (খ) ব্যাচের পুলিশ সদস্য বলে পরিচয় দেন। সেখানে ওই ব্যাচের এক পুলিশ সদস্য ছিলেন। তিনি চ্যালেঞ্জ করায় শেহজান সঠিক কোন জবাব দিতে পারে না। তখন তাকে সন্দেহ হলে আটক করে রাখেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আটক করে পাবনায় ডিবি কার্যালয়ে আনা হয়েছে। তার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশের একটি ক্যাপ উদ্ধার করা হয়েছে। পাবনা ডিবি (ওসি) ইমরান মাহমুদ তুহিন জানান,
ঈশ্বরদী থানার তদন্ত অফিসার মনিরুজ্জামান বলেন
আটককৃত ভূয়া পুলিশ সদস্য মোঃ শেহজান হোসেনের নামে ঈশ্বরদী থানায় একটি মামলা করা হয়েছে।