স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ১৬ই ফেব্রুয়ারি শুক্রবার নন্দীগ্রাম কৈগাড়ী নূরে মদিনা দাওয়াতুল হক হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। এউপলক্ষ্যে গতকাল বিকেলে কৈগাড়ী সোনার পাড়ায় মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা নাজিজুল হক সাকিবের ব্যবস্থাপনায় মিলাদ ও দোয়া মাহফিল করা হয়। উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এসময় বগুড়া জামিল মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি আতাউল্লাহ নিজামী,শিল্প ও বণিক সমিতির সহ সভাপতি ফজলুল হক কাশেম উপস্থিত ছিলেন। এছাড়াও মাদ্রাসা প্রতিষ্ঠাতা আব্দুর রাজ্জাকের ভিটার ওপর মাদ্রাসার অবকাঠামোর জন্য ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি বকুল হোসেন। উক্ত মাদ্রাসার উদ্যোক্তা সাংবাদিক নজরুল ইসলাম দয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুস্তম,সাংবাদিক আব্দুল বারীক,আমিনুল ইসলাম জুয়েল,এমদাদুল হক,শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব,ছাত্রলীগ নেতা রিপন আহমেদ,জাসদ ছাত্রলীগ নেতা এসএম সুমন প্রমূখ।