মোঃ শাকিল আহমেদ (বিশেষ প্রতিনিধি)
সিরাজগঞ্জের যমুনা বিধৌত চৌহালী উপজেলার কৃতি সন্তান এস এম সেলিম রেজা পিএইচডি ডিগ্রি অর্জন করলেন।
বিশ্ব বিখ্যাত আমেরিকার নিউইয়র্কে অবস্থিত আমেরিকান ইস্ট কস্ট ইউনিভার্সিটি থেকে রেডিওলজি এন্ড ইমেজিং এর উপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
কনভোকেশন এর মাধ্যমে বিভিন্ন বিষয়ে ৩৮ জন কে ডক্টরেট ডিগ্রির সনদ তুলে দেওয়া হয়।
রাজধানীর ধানমন্ডি ফরেস্ট লাউঞ্জে কনভোকেশন এর মাধ্যমে পিএইচডি ডিগ্রিধারীদের ২১ জন কে সনদ তুলে দেয়া হয়।
উক্ত কনভোকেশন অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১০ আসনের মাননীয় সংসদ সদস্য নায়ক ফেরদৌস আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন ড.দের বড় একটা দায়িত্ব আছে। আরও বলেন আপনারা বাংলাদেশে গবেষণায় বিশেষ অবদান রাখবেন এই আশা করি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারত হতে আগত প্রফেসর ডা:মাহেশ গান্ধী, প্রেসিডেন্ট ইগনেটেড ব্রেইনস দিল্লি।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডা: নজরুল ইসলাম, সাবেক ভিসি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল ইউনিভার্সিটি।
প্রফেসর ডা: এখলাসুর রহমান, প্রিন্সিপাল আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতাল।
আরও উপস্থিত ছিলেন সম্মানিত অতিথি ও ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।