সজল বিশ্বাস অসীম
স্টাফ রিপোর্টার যশোর
মনিরামপুর উপজেলার খানপুর ঋষি পল্লীর অসিত দাসের ছেলে অপু দাস সে চলতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৭৫ নম্বর পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে চান্স পেয়েছে। বাবা অসিত দাস মনিরামপুর বাজারে জুতা সেলাই করে জীবিকা নির্বাহ করেন।
সে স্থানীয় খানপুর ঋষি পল্লী ব্র্যাক স্কুল থেকে পঞ্চম শ্রেণী পাস করে মনিরামপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন।সেখান থেকে ২০২০ সালে এসএসসি ও মনিরামপুর সরকারি কলেজ থেকে২০২২সালে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।এরপরে ২০২২ ২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে সফল হতে পারেনি। তথাপিও হার না মানা অপু দাস হাল ছাড়েননি
চলতি ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে কনো প্রকার কোচিং না করেই রাত দিন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের ফলশ্রুতিতে অপু দাস এমবিবিএসভর্তি পরীক্ষায় অংশ নিয়ে ৭৫ নাম্বার পেয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল পান।
অপু দাস বলেন আমার জীবনের ইচ্ছা ছিল ছিল আমি একজন চিকিৎসক হবো।
তার মা-বাবা বলেছেন আমার ছেলের জন্য সবাই দোয়া চাইছেন।