স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ১১ই ফেব্রুয়ারি রবিবার জেলখানা থেকে ইকবাল হোসেন (২২) নামের এক ধর্ষণ মামলার এক আসামীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টার সময় জেলখানার অভ্যন্তরে ওয়াশ রুমে গলায় লুঙ্গি প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়। সোনাতলা থানায় দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেফতার হয়ে ৪ই ফেব্রুয়ারি থেকে ইকবাল হোসেন জেলখানায় বন্দী ছিলেন। মৃতঃ ইকবাল হোসেন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মুকুন্দপুর গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে। তিনি শ্রমিকের কাজ করতেন।এবিষয়ে বগুড়া জেলখানার জেল সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানান যে,ওয়াশ রুমে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেনকে মৃত ঘোষণা করেন। অপর দিকে জানা যায়,বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদের উপস্থিতিতে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির পর ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবু কুমার সাহা জানায়,সোনাতলা পৌর এলাকার এক স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে গত ৩ই ফেব্রুয়ারি ওই স্কুল ছাত্রীর বাবা সোনাতলা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ইকবাল হোসেনকে পুলিশ গ্রেফতার করে পরদিন বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলখানায় পাঠান। এছাড়াও ইকবাল হোসেনের নামে সোনাতলা থানায় আরও একটি ধর্ষণ ও হত্যা মামলা রয়েছে মর্মে জানান তিনি।