স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার দুই কলেজে একই ব্যক্তির চাকরি নিয়ম-নীতি ও বিধি বহির্ভূত ভাবে নিয়োগ পাওয়ায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষসহ তিন পদে অর্ধ কোটি টাকা বাণিজ্যের অভিযোগ উঠেছে গভর্ণিং বডির সভাপতি ও ক্ষমতাসীন দলের নেতা কামরুল হাসান সবুজসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। উক্ত নিয়োগের নিয়ম-নীতি ও বিধি বহির্ভূত ভাবে কলেজের অধ্যক্ষ পদে সদ্য যোগদান করা মাহবুবুর রশিদ অরফে তোতা মিয়া আরেকটি কলেজে উপাধ্যক্ষ হিসাবে নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। আদালতে মামলা হওয়ার পরও গোপনে সম্পন্ন হয়েছে কলেজের নিয়োগ কার্যক্রম। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত দুই প্রতিষ্ঠানে চাকরিরত মাহবুবুর রশিদ নাশকতা মামলার আসামী। থানা সূত্রে জানা যায় ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রচারণা কালে পৌরসভার নামুইট এলাকায় গাড়ি বহরে হামলা চালিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের মারপিট,ককটেল বিস্ফোরণসহ একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়ার ঘটনায় মাহবুবুর রশিদ জড়িত ছিলেন। তিনি বিস্ফোরকদ্রব্য আইনে নন্দীগ্রাম থানায় দায়েরকৃত মামলার আসামী। মামলাটি আদালতে বিচারাধীন রয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়,মাহবুবুর রশিদ জেলার শিবগঞ্জ উপজেলার সিহালীর পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকা অবস্থায় কয়েক লাখ টাকা আত্মসাৎ,চাকরির বিধি ভঙ্গ করাসহ ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। গত নভেম্বর মাস থেকে বেতনের অর্ধেক টাকা কর্তন করার সিদ্ধান্তের ব্যাপারে গত ৯ই নভেম্বর নোটিশ দেয়া হয়। উপাধ্যক্ষ মাহবুবুর ওই কলেজে অধ্যক্ষ পদে নিয়োগের আবেদন করে ছিলেন। একারণে প্রতিষ্ঠানের নিয়োগ বোর্ডে তা বাতিল করা হয়। পীরব ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসিমা আকতার বিষয়টি নিশ্চিত করে বলেন,মাহবুবুর রশিদকে অর্থ আত্মসাৎ ও নানা অনিয়মের কারণে সাময়িক বরখাস্ত করেছি। সেই ব্যক্তি কি ভাবে আরেকটি কলেজে নিয়োগ পায় প্রশ্ন তার। গত সেপ্টেম্বর মাসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর,মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর লিখিত চিঠিতে বলা হয়,উপাধ্যক্ষ মাহবুবুর রশিদকে বিধি মোতাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদ থেকে অব্যহতি দেওয়া হয়েছে। পদ থেকে সরানোর পরও মাহবুবুর রশিদ কলেজের যৌথ ব্যাংক একাউন্ট থেকে চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে আত্মসাৎ করাসহ নানা অনিয়মে জড়ান। এছাড়াও আরো অভিযোগ রয়েছে,মনসুর হোসেন ডিগ্রি কলেজে এক বছরের জায়গায় আড়াই বছর ধরে অবৈধ ভাবে থাকা ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঞ্জুয়ারা খাতুনের সঙ্গে গোপনে আর্থিক লেনদেনের মাধ্যমে কৌশলে গভর্ণিং বডির সভাপতি পদ বাগিয়ে নেন উপজেলা ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ। অবৈধ অধ্যক্ষের মাধ্যমে নির্বাচিত অবৈধ সভাপতির দায়িত্বে কলেজের অধ্যক্ষ,নৈশ প্রহরী ও পিয়ন পদে নিয়োগ কার্য্যক্রম শুরু হয়। একার্যক্রম বন্ধ করতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের বিরুদ্ধে গত ৫ই অক্টোবর বগুড়ার বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন প্রতিষ্ঠানের বিদ্যুৎসাহী সদস্য ও অবসরপ্রাপ্ত শিক্ষক মোহসীন আলী। মামলা ও বিধি তোয়াক্কা না করে কলেজের অধ্যক্ষসহ তিন পদে গোপনে অর্ধ কোটি টাকার বিনিময়ে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করার অভিযোগ উঠেছে গভর্ণিং বডির সভাপতির বিরুদ্ধে। গত বৃহস্পতিবার মনসুর হোসেন ডিগ্রি কলেজে অধ্যক্ষ পদে নিয়ম বহির্ভূত ভাবে যোগদান করেন মাহবুবুর রশিদ। একই ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভূক্ত দুই কলেজে চাকরি করার বিষয়টি জেনে প্রতিষ্ঠান সংশ্লিষ্ট ও স্থানীয়রা তদন্তের দাবি জানিয়েছেন। এনিয়ে ক্ষোভ ও তর্ক-বিতর্ক চলছে। এবিষয়ে মাহবুবুর রশিদ তোতার Part যোগাযোগ করার চেষ্টা করে পাওয়া যায়নি। মনসুর হোসেন ডিগ্রি কলেজের গভর্ণিং বডির সভাপতি কামরুল হাসান সবুজ বলেন,নাশকতা মামলার ব্যাপারে তার জানা নেই। বিধি মেনেই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদত হোসেনের সাথে যোগাযোগ করা হলে কোন মন্তব্য করতে রাজি হননি।