স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ১২ই ফেব্রুয়ারি সোমবার বিশ্ব মৃগী রোগ দিবসে কুসংস্কার চিকিৎসা রোধে জনসচেতনতা বৃদ্ধির করার পরামর্শ দেয়া হয়েছে। উক্ত অনুষ্ঠানটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের কনফারেন্স কক্ষে বিশ্ব মৃগী রোগ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়। হাসপাতালের নিউরোলজি বিভাগ আয়োজিত সেমিনারে বক্তারা বলেন,কুসংস্কার চিকিৎসা নিতে দ্বিধা কাটিয়ে জনসচেতনতা বৃদ্ধি এই দিবসের মূল লক্ষ্য। সেমিনারে রোগ নির্নয় ও চিকিৎসার আধুনিকায়ন বিষয়ে আলোচনা করা হয়। এতে মৃগীরোগীদের বিশেষায়িত সেবা প্রদানের বিভিন্ন দিক উল্লেখপূর্বক রোগ নির্ণয়ের জন্য নতুন ইইজি মেশিন স্থাপনের ঘোষনা দেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জুলফিককার আলম। সেমিনারে মৃগী রোগের উপর নিবন্ধ উপস্থাপন করেন নিউরোলজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা.সাইফুল বাশার। এসময় উপস্থিত ছিলেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা.আব্দুল ওয়াদুদ এবং নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. আহমেদ আশাফুদ্দৌলা সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকবৃন্দ।