মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী জাগীর ইউনিয়ন পরিষদের ৩ নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে উপ- নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেছেন সাংবাদিক এস.এম.নুরুজ্জামানের সহধর্মনী সুলতানা আক্তার দিনা।সোমবার (১২ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা মোছা: জুবাইদা খাতুনের নিকট মনোনয়নপত্র দাখিল করেন সুলতানা আক্তার দিনা।
এ সময় প্রার্থীর প্রস্তাবকারী ধর্মীয় শিক্ষক মাওলানা মোহাম্মদ আজিজুল হক, সমর্থনকারী জাগীর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ মুক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলতাব হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এস.এম নুরুজ্জামান, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আরিফুর রহমান ওরিসহ বিপুল সংখ্যক সমর্থক-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র দাখিল কালে সুলতানা আক্তার দিনা বলেন, আমি সাধারণ জনগণের পাশে থেকে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় বজায় রাখতে চাই। একজন জনপ্রতিনিধি হচ্ছে জনগণের সেবক। আমি একজন সেবক হয়ে খেটে খাওয়া মানুষের খেদমত করতে চাই। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের খেদমত করা।
উল্লেখ্য জাগীর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের নির্বাচিত সদস্য শিউলি আক্তার ইন্তেকাল করায় আগামী ৯ মার্চ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।