জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবিতে ৩৫ পিচ ইয়াবাসহ ৩ মাদককারবারীকে আটক করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। সোমবার গভীর রাতে উপজেলার বাগজানা এলাকা হতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো উপজেলার বাগজানা গ্রামের আসমান আলীর ছেলে সজিব হোসেন (২৩), একই গ্রামের সাহেব আলী সাবুর ছেলে বিল্লাল হোসেন (২০) ও সুরেন কর্মকারের ছেলে অনন্ত কর্মকার (১৬)।
সোমবার সকালে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, আটককৃতরা এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা সীমান্তের ওপার থেকে মাদক সংগ্রহ করে বিল্লাল ও অনন্ত এর মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
আটককৃতদের মাদক মামলায় পাঁচবিবি থানায় সোর্পদ করা হয়েছে। পাঁচবিবি থনার ওসি ফয়সাল বিন আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।