ঢাকাSunday , 11 February 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দীর্ঘ ২৭ বছর পর জলমহাল তিনথোপা বিল দখলমুক্ত করণ

    admin
    February 11, 2024 4:02 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী পিআইসির আওতাধীন ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়া, জলমহাল তিনথোপা বিল দখলমুক্ত করেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফ আলী।

    বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী দুপুর ২ টার সময় এ অভিযান চালানো হয়।

    এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফ আলীর নেতৃত্বে সার্ভেয়ার আ: রাজ্জাক, ডাংধরা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ডাংধরা উপ-সহকারী ভূমি কর্মকর্তা সোলায়মান হোসেন , সানন্দবাড়ী পিআইসির এসআই ইশতিয়াক সহ পুলিশ টিম এবং ডাংধরা ইউপি সদস্যগণ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    জানা যায়, ১৯৯৫ সাল হতে জোয়ানী মৌজা এবং হারুয়াবাড়ী মৌজার মোট ২৪.২৩ একর জমি জলমহাল ছিলো। মামলায় ২. ৯৬ একর জমি কোর্টের রায় পায় একটি পক্ষ। এর প্রেক্ষিতে সমস্ত জলমহাল ভোগ দখলে রাখে।
    মৎস্যজিবি সমিতির মাধ্যমে তিনথোপা বিল জলমহাল লিজ নেয়।
    সহকারী কমিশনার ভূমি সার্ভেয়ারের মাধ্যমে মাপ জরিপ করে, ২একর ৯৬ শতাংশ জমি তাদের বুঝিয়ে দিয়ে বাকী জলমহাল দখলমুক্ত করে লাল পতাকা লাগিয়ে মৎস্যজিবি সমিতিকে দখল দিয়ে যায়।
    লিজ নেওয়া জলমহাল দখলে পেয়ে সস্তি ফিরে পায় মৎস্যজিবি সমিতি। তবে, সবসময় সরকারের সহযোগিতা কামনা করেন তারা।
    দীর্ঘদিন পর জলমহাল দখলমুক্ত করায় জনপ্রতিনিধি, স্থানীয় ব্যক্তিবর্গ ও সচেতন মহল সরকারকে সাধুবাদ জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST