আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষীপুর জেলাধীন রায়পুর উপজেলা ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন চরলক্ষ্মী কালু ব্যাপারে হাট,দারুল ইসলাম দাখিল মাদ্রাসা ২০২৪ সনে দাখিল পরীক্ষার্থীদের বিদায়, দোয়া এবং সবক অনুষ্ঠানে সম্পূর্ণ হয়েছে।রবিবার সকাল ১১.০০টার সময়, মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি সে বুঝতে ছিলেন হযরত মাও:আবদুল আজিজ মজুমদার(অধ্যক্ষ হায়দারগনজ টি.আর.এম কামিল মাদ্রাসা রায়পুর) বিশেষ অতিথি :
জনাব আব্দুর রশিদ মোল্লা সাবেক চেয়ারম্যান ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ।জনাব আবু জাফর মো: সালেহ মিন্টু ফরায়েজী,চেয়ারম্যান ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ। জনাব মো: হারুন রশীদ হাওলাদার সাবেক চেয়ারম্যান ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ। জনাব আলহাজ্ব কারী খায়রুল বাশার
(গদিনিশিন পীর সাহেব চরলক্ষ্মী আল কাদরী ও শাজলী দরবার শরীফ) জনাব কারী গোলাম মোস্তফা (পীর সাহেব চরলক্ষ্মী আল কাদরী ও শাজলী দরবার শরীফ)অনুষ্ঠান সভাপত্বিত করেন জনাব মনির হোসেন মোল্লা (সভাপতি দারুল ইসলাম দাখিল মাদ্রাসা) সার্বিক ব্যবস্থাপনায় :জনাব মাও:মো শামসুদ্দিন শামদানী সাহেব।(সুপারিন্টেন্ডেন্ট দারুল ইসলাম দাখিল মাদ্রাসা)।সার্বিক সহযোগিতায়: অএ মাদ্রাসার সকল কর্মচারী কর্মকতা এবং শিক্ষকগণ।
অনুষ্ঠান সঞ্চচালনায়:
জনাব মো:মনির হোসেন (শিক্ষক অএ মাদ্রাসা)
জনাব কে এম ইয়াকুব আলী আশরাফ (ডি.কৃষিবিদ-সাবেক শিক্ষারথী অএ মাদ্রাসা)