এম মনিরুজ্জামান, পাবনা: “বিজয় গৌরব বোধ কর, পরাজয় হাসিমুখে বরণ কর” প্রতিপাদ্যকে সামনে রেখে, কামালপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাবনার সুজানগর উপজেলার কামালপুর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার, পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন,হাটখালী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজাহার আলী শেখের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আবুল কাশেম মন্ডলের সঞ্চালনায় আরো বক্তব্য দেন, অভিভাবক সদস্য শওকত বিশ্বাস,হযরত আলী, হাফিজুর রহমান, শারমিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ আলী মোল্লা,শহীদুর রহমান,সীমা রাণী সাহা,কো-অস্ট সদস্য আয়ুব খান প্রমুখ। ক্রীড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।