আব্দুল জাহির মিয়া চুনারুঘাট প্রতিনিধি:হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ পাওয়া গেছে।পুলিশের ধারণা ইজিবাইক ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে (৮ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার সকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের বালিয়ারি গ্রামে চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়ির পিছনে পুকুর পাড় থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।নিহত আতাউর রহমান (৫৫)ওই ইউনিয়নের মধ্য বালিয়ারি গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র।
ওসি হিল্লোল রায় বলেন,রাতে ইজিবাইক নিয়ে বের হওয়ার পর আতাউর রহমান রাতে আর বাড়ি ফেরেননি। স্বজনরা খোঁজাখুজি করেও তাকে পাননি। বৃহস্পতিবার সকালে চেয়ারম্যানের বাড়ির পুকুর পাড়ে মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় সংবাদ দেয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুত করছে । ওসি হিল্লোল রায় আরও জানান,আতাউরের ইজিবাইকটি পাওয়া যায়নি। তাই ধারনা করা হচ্ছে ইজিবাইক ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।
্এর আগে গত ১৪ জানুয়ারী চুনারুঘাট উপজেলার বালিয়াড়িতে উবাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাজ ঠাকুরের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোন, কাপড় চোপড় ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।