মোঃ শাকিল আহমেদ ( বিশেষ প্রতিনিধি)
সিরাজগঞ্জের চৌহালীতে
সিআর সাজা ওয়ারেন্ট মূলে ০১জন আসামি গ্রেপ্তার
০১টি হারানো মোটরসাইকেল চৌহালি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধারপূর্বক মালিককে হস্তান্তর করা হয়েছে।
সিরাজগন্জের পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল বি পিএম (বার )পিপিএম( বার )স্যারের নির্দেশনায় চৌহালী থানা এলাকাকে অপরাধমুক্ত করার লক্ষ্যে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্যারের সার্বিক তত্ত্বাবধানে চৌহালী থানার অফিসার ইনচার্জ জনাব শ্যামল কুমার দত্ত পিপিএম এর পরিকল্পনা ও নেতৃত্বে চৌহালী থানার অফিসার ও ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করিয়া গত ৪/২/২০২৪ তারিখ ঘোরজান ইউনিয়ন এলাকা হতে আসামী মোঃ নাজমুল হোসেন মেকার বয়স (৩৫ )বছর পিতা মোঃ নওজেশ শেখ শশুর মোহাম্মদ গফুর শেখ গ্রাম ফুল হারা থানা চৌহালী জেলা সিরাজগঞ্জকে ০১টি চোরাই বাজাজ ১০০ সিসির সিটি মোটর সাইকেল সহ গ্রেফতার করা হয়।
অপর ঘটনায় CR ওয়ারেন্ট মূলে আসামি আবু সামা (৪৫ )পিতা মকবুল মোল্লা গ্রাম চরনাকালিয়া থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ কে গ্রেফতার করা হয়।
গত ৩০/০১/২০২৪ তারিখ মোঃ বাবুল মিয়া(৩০) পিতা মোঃ আবুল হোসেন গ্রাম চর সলিমাবাদ থানা চৌহালী জেলা সিরাজগঞ্জ এর ০১ টি platina 135 CC মটর সাইকেল নাগরপুর থানা এলাকা থেকে হারিয়ে যায়। উক্ত মোটরসাইকেলটি চৌহালী থানা পুলিশের সহায়তায় ০৩-০২-২০২৪ তারিখ উদ্ধার করে মোটরসাইকেল টির মালিক মোঃ বাবুল মিয়াকে বুঝিয়ে দেওয়া হয়।