সাথী সুলতানা, স্টাফ রিপোটার ;
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের নান্দিনা মধু গ্রাম কবরস্থানে মাটি ভরাট কাজের শুভ উদ্বোধন করলেন, সিরাজগঞ্জ-২ (সদর- কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
রোববার (৪ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে,
উক্ত কবরস্থানে মাটি ভরাট কাজের শুরুতে দোয়া ও মোনাজাত করা হয়। এসময়ে
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য মিজানুর রহমান দুদু, শামসুজ্জামান আলো, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম লিমন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃআমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সদস্য লাভলু সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দরা, লাম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ শামীম তালুকদার লাবু, এবং কবরস্থান কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।