স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ৪ঠা ফেব্রুয়ারি রবিবার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল স্কুল চত্বরে প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মাহবুব কাদির মিলুর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আনিছুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতি বকুল হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা,শিল্প ও বণিক সমিতির নেতা ফজলুল হক কাসেম। সহকারী শিক্ষক মাহমুদুল হাসান মানিকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান প্রভাষক মেরাজ মাহমুদ নবীউল্লাহ। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কালে উপস্থিত ছিলেন সাংবাদিক প্রভাষক জাকারিয়া লিটন,প্রভাষক আব্দুর রউফ উজ্জল,ক্যামব্রিয়ান স্কুলের প্রভাষক মাসুদ পারভেজ রানা,সহকারী শিক্ষক শাপলা খাতুন,মোতাহার হোসেন,বুলবুল আহমেদ,রাকিব হোসেন,হাফিজুল ইসলাম প্রমূখ। পরে প্রতিষ্ঠানের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।