স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ২রা ফেব্রুয়ারি শুক্রবার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অবৈধ পথ অবলম্বন করায় ১৯জন গ্রেফতার করেছে পুলিশ। উক্ত পরীক্ষা চলার সময় বিভিন্ন কেন্দ্র থেকে মোবাইল ফোন ও ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের মাঝে ৩জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা বগুড়া শাজাহানপুর উপজেলার শাজাপুর এলাকার মৃত আকবর আলীর ছেলে আনোয়ার হোসেন (২৮),সোনাতলা উপজেলার জোরগাছা এলাকার আকবর আলীর ছেলে আসাদুজ্জামান (২৯) ও দুপচাঁচিয়া উপজেলার কুড়াহার এলাকার আছিম আলীর ছেলে জাকিরুল ইসলাম (৩০)। এছাড়াও জানা যায়,পরীক্ষার্থীরা মোবাইল ফোন ও কানে ছোট ডিভাইস ব্যবহার করে পরীক্ষা দেয়ার সময় তাদেরকে সন্দেহজনক ভাবে চিহ্নিত করেন কক্ষ পরিদর্শক আবু সুফিয়ান শিক্ষক মাধ্যমিক শাখা বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ। এসময় তাদেরকে কর্তব্যরত এডিসি শিক্ষা ও আইসিটি নিলুফা ইয়াসমিনের উপস্থিতিতে দেহ তল্লাশি করে আনোয়ার ও আসাদুজ্জামানের কানে ও হাতে ডিভাইস এবং জাকিরুলের হাতে পরিহিত পোশাকের ভিতর মোবাইল ফোন পাওয়া যায়। এডিসির নির্দেশে ওই ৩জনকে সহ মোট ১৯জনকে গ্রেফতার করে পুলিশ। এবিষয়ে বগুড়া সদর থানার ওসি (তদন্ত) শাহীনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন এবং জানায়,তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে সকলের নাম-পরিচয় এখনও চূড়ান্ত ভাবে জানা যায়নি বলে জানান তিনি।