নিজস্ব প্রতিবেদক শেখ রেজাউল করিম রুবেল
জন্মদিনে রংপুর জেলায় ৪১টি মাদরাসায় খাবার পেল প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী। অন্যদিকে রাতে রংপুর জেলা পরিষদ কমিনিউটি সেন্টারে জন্মদিনের কেক কাটেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ রংপুরের পরিবারের সদস্যরা।
বুধবার দুপুরে জেলার গঙ্গাচড়া, সদর উপজেলা, পীরগাছায় মাদরাসা, এতিমখানা ও পথশিশুদের হাতে তুলে দেওয়া হয় সুস্বাদু খাবার। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা শুকরিয়া জ্ঞাপন করে বলে, এ রকম মহৎ কাজ এ দেশে কোনো প্রতিষ্ঠান আজও করেনি। শিক্ষার্থীরা এই উন্নত খাবার পেয়ে অনেক খুশি হয়েছে।
খুলনা : দিনের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে নগরীর একটি অভিজাত রিসোর্টে কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে দিনভর এতিমদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সকাল থেকে খুলনার বিভিন্ন এলাকায় ১০ হাজার শিশু শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা জানায়, বসুন্ধরা গ্রুপের এমডি আমাদের কথা ভাবেন, সত্যি ভালো লাগছে। আজ মাদরাসায় একটা উৎসব মনে হয়েছে। তিনি দীর্ঘদিন বেঁচে থাকুন, দোয়া করছি। বাদ জোহর খুলনা মহানগরীর জামিয়া ইসলামিয়া আরাবিয়া দারুল উলুম মাদরাসায় দোয়া অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও মদনগঞ্জের বিভিন্ন মাদরাসায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৫টি মাদরাসায় প্রায় তিন হাজার শিক্ষার্থীকে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে। বুধবার সকালে বন্দরের বিভিন্ন মাদরাসায় রান্না করা খাবার শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এর আগে বন্দরের মদনগঞ্জে বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডে সায়েম সোবহান আনভীরের জন্মদিন উপলক্ষে কেক কাটেন কর্মকর্তা-কর্মচারীরা। সেখানে আলাদাভাবে কোরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়।
বন্দরের মদনগঞ্জের শান্তিনগর এলাকার জামিয়া ইসলামিয়া আবু বকর সিদ্দিক (রা.) হাফেজিয়া মাদরাসায় দোয়া অনুষ্ঠানের পূর্বে মুহতামিম মুফতি আবুল কালাম আশরাফ বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি জন্মদিনে মাদরাসা শিক্ষার্থীদের খাওয়ানোর মতো ভালো কাজ করছেন, এটা প্রশংসার দাবি রাখে। তাঁর জন্য আমরা সকাল থেকে মসজিদে দোয়া করেছি। প্রতিটি শ্রেণিকক্ষে দোয়া হয়েছে।’
বাঞ্ছারামপুর : উপজেলার ৯৮টি মাদরাসার এতিমখানায় কোরআন খতম, মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। ৯৬৭ জন এতিম ছাত্র এবং দুই হাজার ৬৯৬ জন দুস্থ ও অসহায় ছাত্রের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বাঞ্ছারামপুর ইসলামিয়া সোবহানিয়া ফাজিল মাদরাসাসহ উপজেলার সকল মাদরাসায় একযোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বসুন্ধরা গ্রুপের উপদষ্টো ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরীর দিকনির্দেশনায় যথাযোগ্য মর্যাদায় জন্মদিনটি পালিত হয়।
মোংলা : মোংলায় ১৩টি মাদরাসায় সাত হাজার ৬৭১ এতিম ও শিক্ষার্থীকে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত থেকেই শুরু হয় রান্নার কাজ। এরপর সকাল ১০টা থেকে মাদরাসাগুলোতে খাবার পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় এবং জোহরের নামাজের আগেই সকল মাদরাসা ও এতিমখানায় খাবার পৌঁছে যায়। সবচেয়ে বেশি ৫০২ জন শিক্ষার্থীর খাবার দেওয়া হয় ভট্ট কনকপুর সিদ্দিকিয়া আমিনিয়া মাদরাসায়। এ ছাড়াও দিগরাজ কওমি মাদরাসা, আইডিয়াল ক্যাডেট মাদরাসা, বহুমুখী কওমি মাদরাসা, কোরবান আলী আলিম মাদরাসা ও এতিমখানাসহ বিভিন্ন মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।