স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় গত ৩১শে জানুয়ারী র্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় যে,শিবগঞ্জ উপজেলার হুদাবালা মধ্যপাড়া গ্রামের ভিকটিম আনারুল ইসলামের সাথে ধৃত আসামী করিমের (৩৪) সাথে দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দ্বন্ব কলহ চলে আসছিল। সেই সূত্র ধরে গত ২২শে জানুয়ারি বেলা অনুমান ১১টার সময় ধৃত আসামীসহ কয়েকজন আসামী পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমকে এলোপাথারি মারপিট করে গুরুতর ভাবে জখম করে। পরবর্তীতে ভিকটিমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় গত ২৪শে জানুয়ারি সকাল সাড়ে ৮টার সময় মৃত্যুবরণ করে। পরবর্তীতে ভিকটিমের ছেলে বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে র্যাব-১২ বগুড়া ও র্যাব-৪ নবীনগর এর যৌথ অভিযানে ঢাকা জেলার নবীনগর,সাভার এলাকা হতে পিতা আবু বক্কর সিদ্দিক ছেলে করিমকে (৩৪) গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে,ধৃত আসামী গ্রেফতার এড়াতে ও মামলার সাজা থেকে রেহাই পেতে স্থানীয় আত্মীয়-স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলো। এবিষয়ে র্যাব ১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে মর্মে জানান তিনি।