এম মনিরুজ্জামান, পাবনা: সুজানগর মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনার সুজানগর পৌরসভাধীন মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসায়
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, পাবনা -২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। ম্যানেজিং কমিটির সভাপতি একিউএম শামসুজ্জোহা বুলবুলের সভাপতিত্বে ও মাদ্রাসার সুপার মাওঃ মাহাতাব উদ্দিনের আমন্ত্রণে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলাইমান হোসেন।এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ।