সাথী সুলতানা, স্টাফ রিপোটার;
সিরাজগঞ্জের এনায়েতপুরে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আজ রোববার (২৮ জানুয়ারি) ভোরে সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এ দিকে গ্রেপ্তারকতৃদের শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সামবেশ করেছে স্থানীয় এলাকাবাসী। রোববার দুপুরে এনায়েতপুর থানার গোপালপুর মসিজদ রোড় থেকে মিছিলটি বের হয়ে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে এসে শেষ হয়। এ সময় মামলার প্রধান আসামী হানজালা হোসেনের (২৩) কুশ পুত্তলিকা দাহ করা হয়।
গ্রেপ্তার কৃতরা হলেন, মামলার প্রধান আসামি হানজালা, তার বাবা ইব্রাহিম, চাচা লুৎফর রহমান লতু ও প্রতিবেশি রনজিদা খাতুন।
গত শনিবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলো এক ছাত্রী (৯)। পথে ওই ছাত্রীকে জোপূর্বক তুলে নিয়ে যায় হানজালা হোসেন। পরে এনায়েতপুর থানার গোপালপুর এলাকায় একটি বাড়িতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষন করে। অসুস্থ্য অবস্থায় ওই ছাত্রীকে সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় মাদ্রাসা ছাত্রীর বাবা বাদী হয়ে ৫ জনের নামে থানায় মামলা দায়ের করেন। আজ ভোরে পুলিশ অভিযান চালিয়ে মামলার চার আসামীকে গ্রেপ্তার করে।
এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক সবুজ বাংলাকে বলেন, মাদ্রসা ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হবে। অসুস্থতার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোরে সয়দাবাদ এলাকা থেকে মামলার চার আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।