আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
মানুষ মানুষের জন্য স্লোগানকে সামনে রেখে ২৮ শে জানুয়ারি রবিবার বিকেলে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন নিজ কার্যালয় মোল্লারহাট বাজারের ০৪নং ওয়ার্ডের মেম্বার ও প্যানেল চেয়ারম্যান দিদারুল ইসলাম মোল্লা উদ্যোগে অসহায় ও মিশুক ড্রাইভার,সহ শতাধিক মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়েছে। এর আগে সংক্ষিপ্ত আলোচনা করা হয়।এতে তার মনের কথা তুলে ধরেন।তিনি বলেন আমরা ভালো আছি,কিন্তুু আমার এলাকার খেটে খাওয়া মিশুক ড্রাইভারদের কথা খুব মনে পরে।তাই আমার এই সামান্য উপহার।আমি আপনাদের বলছি সামনে দিকে যারা পায়নি, তাদেরকে দেওয়ার চেষ্টা করছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক দু’বারের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল রশীদ মোল্লা। দুলাল হোসেন মোল্লা,খবির হোসেন খলিফা,হয়রত আলী মোল্লা,কবির হোসেন সিক্দার ,আলমগীর চৌকিদার,শাকিল হোসেন হাওলাদার।