এস আই সুমন,স্টাফ রিপোর্টার,বগুড়াঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলায় স্বেচ্ছাসেবী মূলক সংগঠন “প্রত্যাশা ফাউন্ডেশন” এর আয়োজনে
এলাকার দুঃস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
প্রতি বছরের ন্যায় ২৮ জানুয়ারী,রবিবার সকাল ১১ টায় সোনাতলা রোডস্থ সংস্থার কার্যালয়ে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু’র সঞ্চালনায় শীতবস্ত্র তুলে দেন অত্র সংগঠনের সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী সাজু আহমেদ।
তিনি বলেন,সমাজের অসহায় গরীব দুঃস্থ শীতার্ত মানুষদের পাশে সকলের এগিয়ে আসা দরকার। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে যেন অব্যাহত রাখতে পারি সে জন্য আপনারা সবাই দোয়া করবেন, আগামী দিনে যেন আরও বেশি পরিমাণে এবং ব্যাপক মানুষের মাঝে এধরনের সহযোগিতার হাত অব্যাহত রাখতে পারি।
এসময় উপস্থিত ছিলেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম,নাজমুল হাসান প্রমূখ।
এস আই সুমন
স্টাফ রিপোর্টার,বগুড়া।
তারিখঃ ২৮/১/২০২৪ ইং