জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি
বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রীর শেখ হাসিনার উপহার হিসাবে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার অসহায় পরিবারদের মাঝে ৬ হাজার কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে পাঁচবিবি পৌর সভা ও ৮টি ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের নেতা কর্মীদের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও পাঁচবিবি পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে কম্বল বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুল শহীদ মন্ডল মুন্না।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জয়পুরহাট পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু সাঈদ আল মাহবুব চন্দন।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান রাজু পৌর প্যানেল চেয়ারম্যান ও ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মোশাইদ আল আমিন সাদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।