ঢাকাSaturday , 27 January 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালপুরে মহিলা মেম্বার একাই ১০ জনের টিসিবি পন্য উত্তোলন কালে অবরুদ্ধ,পন্য সামগ্রী জব্দ

    admin
    January 27, 2024 11:35 pm
    Link Copied!

    পাবনা জেলা প্রতিনিধি
    লাবলু বিশ্বাস।
    প্রকাশিতঃ শনিবার, ২৭ জানুয়ারি ২০২৪ সময়ঃ রাত ৮.৪৫ মিনিট

    নাটোর, লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম এর বিরুদ্ধে একাই ১০ জনের ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)’র পন্য উত্তোলন করেছেন বলে অভিযোগ উঠেছে।

    শনিবার(২৭জানুয়ারি-২০২৪
    সকালে ওয়ালিয়া বাজার(পালাপাড়া) এলাকায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পন্য সাদিক বিন ইসরাইল এর ডিলারশীপের আওয়াতায় পন্য বিতরন শুরু করলে উক্ত ঘটনা ঘটে বলে জানা যায়।
    এ সময় উপজেলার ৭নং ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার বেলী বেগম একাই দশ জনের কার্ড ব্যবহার করে চাল, তেল ও ডাল উত্তলোন করার সময় সাধারন জনগনের হাতেনাতে ধরা পড়ে। এর পর উপস্থিত জনতার চ্যালেঞ্জের এক পর্যায়ে তাকে অবরুদ্ধ করে ১০ জনের মালামাল জব্দ করা হয় । এসময় অভিযুক্ত মহিলা মেম্বার বলেন,আমার নামে ৫টি ও অপর ৫টি গ্রাহকের পন্য তুলেছি।প্রমান চাইলে তিনি সাংবাদিক ও জনগনের উপর চড়াও হন। ভুক্তভোগী অনেকে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী সাধারন জনগণের জন্য ন্যায্যমূল্যে টিসিবি পন্যের ব্যবস্থা করেছে অথচ এরকম অসাধু জনপ্রতিনিধিরা তা লুটেপুটে খাচ্ছে, উক্ত ঘটনায় উপস্থিত টিসিবির পূর্ণ ক্রয় কারি ব্যক্তিরা এর তিব্র নিন্দা জানাই ও সুষ্ঠ বিচার চাই।
    সাদিক বিন ইসরাইল ডিলারের বিতরন সহকারী নাহিদ জানান,অনেকেই ২/৩ টা কার্ড এনে পন্য চাইছে,অনেক কার্ডে ছবি না থাকায় বিভ্রান্তি হচ্ছে। তবে কার্ড দেখে পন্য বিতরন করছি। কার্ড ছাড়া কাউকে পন্য দেওয়ার কোন সুযোগ নেই।
    ক্ষুব্ধ জনগন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কে মুঠোফোনে জানালে, তিনি উক্ত টিসিবি পন্য জব্দ করে ডিলারের কাছে রক্ষিত রাখতে বলেন এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST