সাথী সুলতানা,স্টাফ রিপোর্টার:
গৌরব ঐতিহ্যে ও গণমাধ্যম কর্মীদের ঐক্যর সেতুবন্ধন পৌর প্রেসক্লাব। নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের তাড়াশ পৌর প্রেসক্লাবের গৌরব ও ঐতিহ্যের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৬ শে জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে আলোচনা সভা, দোয়া, কেককাটার মধ্যে দিয়ে তাড়াশ পৌর প্রেসক্লাবের এর ২য় প্রতিষ্ঠা বাষির্কী পালন করা হয়। ক্লাবের সভাপতি মোঃ শরীফ আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মজিবর রহমানের সঞ্চালনায়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা: মোঃ আব্দুল আজিজ এম পি, ৬৪ সিরাজগঞ্জ ৩।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, তাড়াশ পৌরসভার মেয়র মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন খান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুৎ, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল করিম, মাধাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য শ্রী শ্যাম সুন্দর টুটুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন আলী রুবেল, তাড়াশ পৌর প্রেসক্লাবের সকল সদস্য সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সকল পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ।