মুরাদ খান মানিকগঞ্জ থেকে
মানিকগঞ্জে ৫২ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ টায় স্থানীয় শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা শিক্ষা অফিসার মো: আমীর হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেহেনা আক্তার। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, মানিকগঞ্জ জেলা শাখা আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় ৭ উপজেলা ও ২ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের বয়স ভিত্তিক শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। দৌড়, দড়ি লাফ, বর্ষা নিক্ষেপ, উচ্চ লাফ, চাকতি নিক্ষেপসহ বিভিন্ন ইভেন্টে বালক বালিকার অসাধারণ ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেন।
প্রধান অতিথি রেহেনা আক্তার বলেন, খেলাধুল মানুষের মন ও দেহ সুস্থ রাখে। যা সুস্থ জাতি গঠনে অপরিসীম ভূমিকা রাখে।