স্টাফ রিপোর্টারঃ
বগুড়ায় র্যাব-১২ অভিযানে গত ২৫শে জানুয়ারি বৃহস্পতিবার পৌনে ১২টার সময় ৫৯ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। র্যাব-১২ বগুড়ার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,বগুড়া ক্যাম্পের এক অভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়া পাড়া গ্রামে ০১ জন ব্যক্তি ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১২ বগুড়ার একটি অভিযানিক দল শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের খেরুয়া পাড়া গ্রামের মনতাজুর রহমানের বাড়ীর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করার সময় দেখতে পায়যে,বিশেষ কায়দায় স্কুল ব্যাগে রাখা ৫৯বোতল ফেন্সিডিলসহ লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ব্যাচ গ্রাম (নিকার পাড়া) গ্রামের তছির উদ্দিনের পুত্র ইলিয়াসকে (২১) ০১টি মোবাইল ০১টি সীম ও নগদ ৩শত টাকা উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এবিষয়ে নিশ্চিত করেন এবং জানান র্যাব-১২ (পুলিশ সুপার) বগুড়ার কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। তিনি বলেন গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নিকটস্থ থানায় সোপর্দ করা হয়েছে আর এই মাদকের বিরুদ্ধে এমন অভিযান র্যাব-১২ বগুড়ার পক্ষ থেকে সব সময় অব্যাহত থাকবে।