যশোরের দাউদ পাবলিক স্কুলের একটি বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত আটটার পর শহরের বকচর এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে।
কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) পলাশ কুমার জানান, বাসটি টার্মিনাল এলাকার একটি সার্ভিসিং সেন্টার থেকে মেরামত করে মণিহারের দিকে যাচ্ছিল। চলন্ত অবস্থায় হেলপার ও ড্রাইভার বাসে আগুন জ্বলতে দেখেন। পরে বাস থামিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে এ আগুনের সূত্রপাত। তবে, এর নেপথ্যে অন্য কিছু আছে কিনা সে বিষয়টিও তারা খতিয়ে দেখছেন।
মঈন উদ্দীন
এডিপি বাংলা
যশোর।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com