স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার শেরপুরে গতকাল মঙ্গলবার এক অটোরিক্সা চালক গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। নিহত তৌহিদুল ইসলাম (২৭) শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরোইল পূর্বপাড়ার বাক-প্রতিবন্ধী বেলাল হোসেনের ছেলে। নিহত অটোরিক্সা চালক তৌহিদুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে সোমবার দিবাগত রাত ৯টার দিকে নিজ বাড়িতে গ্যাসের ট্যাবলেট খেয়ে গুরুতর অসুস্থ্য হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এলাকা সূত্রে জানা যায়,বাবা বাক-প্রতিবন্ধী হওয়ায় তৌহিদুল অটোরিক্সা চালিয়ে সংসার চালাতেন। বিভিন্ন কারণে অকারনে সংসারে পারিবারিক কলহ লেগেই থাকতো। প্রতিদিনের মতো ব্যাটারি চালিত অটোরিক্সা নিয়ে বাড়িতে এসে চার্জে লাগিয়ে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। পরিবারের সবার অজান্তে রাত ৯টার দিকে গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ্য হয় পরবর্তীতে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এবিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেন এবং জানায়,আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এবং নিকটস্থ থানায় ইউডি মামলা দায়ের করা হবে।