স্টাফ রিপোর্টারঃ
বগুড়া গাবতলী উপজেলার প্রকৌশল (এলজিইডির) অফিসের কর্মচারীদের মারপিটসহ পুড়িয়ে মেরে ফেলে দেয়ার অভিযোগে গত ১৮ই জানুয়ারী ক্ষমতাসীন দলের দুইজন নেতার বিরুদ্ধে গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলা করেছেন। উক্ত মামলার আসামীরা গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী ও গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। মামলা সূত্র জানা যায়,গত বুধবার বেলা তিনটার সময় ওই দুই নেতা ১০-১২ জন কর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল অফিসে যান। তারা একটি প্রকল্পের ফাইলের খোঁজ করেন। ফাইল না পাওয়াকে কেন্দ্র করে অফিসের হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দারকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে মারপিট করে এবং যাওয়ার সময় তারা পেট্রল দিয়ে সবাইকে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। এদিকে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান আলী জানায় হিসাবরক্ষক ও হিসাব সহকারী একটি প্রকল্পের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেয়ায় তারা ফাইল লুকিয়ে রাখে। এনিয়ে তাদের সঙ্গে কথার কাটাকাটি হয়েছে,মারপিটের কোন ঘটনা ঘটেনি। অপরদিকে মামলার বাদী রাজ্জাকুল হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কয়েক বার কল করার পরেও ফোন রিসিভ করেননি। অন্যদিকে পুলিশ বলছে,আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ভুক্তভোগী ও স্থানীয়রা বলছে,আসামীরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছে। এবিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন আসামীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অভিযান অব্যাহত আছে মর্মে জানান তিনি।