ডাঃ কাজী নাহিদা আক্তার লিপি
পরিচয়ঃ-
————-+
তিনি পাবনা জেলার সুজানগর উপজেলাধীন হাটখালী ইউনিয়নের শোলাকুড়া গ্রামে সম্ভ্রান্ত কাজী পরিবারে জন্মগ্রহণ করেন।তাঁর পিতার নাম কাজী আঃ বারিক।চাকরির সুবাদে বেশির ভাগ সময়ই কেটেছে তার বগুড়া শহরের লতিফপুর কলোনী তে।কাজী ডাঃ নাহিদা আক্তার লিপি বগুড়া পুলিশ লাইন সকুল থেকে বিজ্ঞান বিভাগ থেকে ৭ বিষয়ে লেটারসহ প্রথম বিভাগে এস এস সি উত্তীর্ণ হয়।বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে এইচএসসি পাস করেন। এম বি বি এস ভর্তি পরীক্ষা দিলে রাজশাহী মেডিকেল কলেজে তার চান্স প্রাপ্তি হয় খুব সাফল্য সহিত এমবিবিএস উত্তীর্ণ হয়ে তিনি একজন দক্ষ গাইনি বিশেষজ্ঞ হিসেবে নিজেকে তৈরি করেন। তিনি বর্তমানে মিতু জেনারেল হাসপাতাল সহ বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে স্ত্রীরোগ ও গাইনি চিকিৎসা দিয়ে থাকেন।তার মরহুম চাচা কাজী সামছুর রহমান (চুনু কাজী) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন।তার চাচা সাবেক বি আই ডব্লিউ টি এ চেয়ারম্যান কাজী সুলতানুর রহমান( সুলতান কাজী), মরহুম হাশেম কাজী তার চাচা।তার পরিবারে
আরও অনেক সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন। অথচ তিনি চলেন খুব সাদাসিধা ভাবে।
ডাঃ কাজী নাহিদা আক্তার লিপি
পাবনা মেডিকেল কলেজ ও হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ জাহেদী হাসান রুমীর একমাত্র সহধর্মিনী।
জন্মদিনে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। শুভ হোক আপনার আগামী দিনের পথ চলা। দোয়া ও শুভকামনা রইল অনিঃশেষ।