আলমগীর হোসেন
(মাদারীপুর প্রতিনিধি)
নানা আয়োজনের মধ্যদিয়ে মাদারীপুরের শিবচরে, মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা স্বনির্ভর বাংলাদেশের রূপকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শনিবার ২০ শে জানুয়ারি ২০২৪ ইং তারিখে বাদ আসর, শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে, শিবচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, জননেতা জনাব ইয়াজ্জেম হোসেন রোমানের নির্দেশনায়, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সার্বিক আয়োজনে, দোয়া মাহফিল ও জন্মবার্ষিকী উদযাপন করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, শিবচর উপজেলা কৃষক দলের আহবায়ক পদপ্রার্থী, মোঃ লিটন শিকদার।
দোয়া মাহফিল ও জন্মবার্ষিকী অনুষ্ঠানে, মোঃ শাহাবুদ্দিন ঢালির সঞ্চালনা, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শিবচর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, শাওন চৌধুরী। শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক, মোঃ মহিউদ্দিন। উমেদপুর ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি, মোঃ জিয়া খালাসী। উমেদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মোঃ শহীদ দরাণি। উপজেলা যুবদল নেতা, মোঃ ইকবাল শিকদার। শিবচর পৌরসভা কৃষক দলের সদস্য সচিব পদপ্রার্থী, মোঃ কাদের শেখ। এসময় আরও উপস্থিত ছিলেন, যুবদল নেতা মিন্টু শিকদার।মোঃ রাসেল শরীফ,রফিক মিয়া,মামুন মাস্টার, ইঠুর আলী,রানা খালাস, কামরুল প্রমুখ জন্মবার্ষিকী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,শিবচর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে, এ সময় তারা কয়েকশত দুস্থ অসহায় মানুষের মধ্যে খাবার পরিবেশন, ও শিতার্থ মানুষের
মধ্যে কম্বল বিতরণ করেন।